শুক্রবার দেশে মুক্তি পাবে হলিউডের দুই সিনেমা

আগামী ১১ আগস্ট একসঙ্গে দু’টি হলিউডের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। একটি সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’, অন্যটি অ্যানিমেশন সিনেমা ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’।

দু’টি সিনেমাই সিক্যুয়েল। রক্তপিপাসু ভয়ঙ্কর হাঙরের তাণ্ডব নিয়ে নির্মিত ‘মেগ ২: দ্য ট্রেঞ্চ’ পরিচালনা করেছেন বেন হুইটলি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় হলিউড তারকা জেসন স্ট্যাথাম।

অন্যদিকে, জনপ্রিয় কমিক চরিত্র নিয়ে ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম’ পরিচালনা করেছেন জেফ রো। ভিন্ন ভিন্ন ঘরানার সিনেমা দু’টি দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − three =