সাবরিনার কথা ও ইউসুফের সুরে শুভমিতার নতুন গান

আবারও বাংলাদেশের গানে কণ্ঠ দেবেন পশ্চিমবঙ্গের শিল্পী শুভমিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরীর লেখা এবং গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খানের সুর ও সংগীত আয়োজনে গাইবেন শুভমিতা। গানের শিরোনাম ‘কষ্টগুলো ব্যক্তিগত দুঃখগুলো একার’। এরই মধ্যে শুভমিতার সঙ্গে গানটি নিয়ে চূড়ান্ত আলাপ হয়েছে। সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন।

নতুন গান প্রসঙ্গে কলকাতা থেকে মুঠোফোনে শুভমিতা বলেন, ‘গানের কথা ও সুর আমার ভালো লেগেছে। সাধারণত আমি যে ধরনের গান গাইতে স্বচ্ছন্দবোধ করি, এটা ঠিক সেই ধরনের গান। আশা করা যাচ্ছে, শিগগির গানটির ভয়েস দিতে পারব এবং শ্রোতাদের শ্রুতিমধুর একটি গান উপহার দিতে পারব।’

গানের গীতিকার সাবরিনা সুলতানা চৌধুরী বলেন, ‘কষ্টগুলো ব্যক্তিগত দুঃখগুলো একার’ গানটি লেখার সময় মনে হয়েছিল, শুভমিতাকে দিয়ে গানটি গাওয়াতে পারলে ভালো হবে। সেভাবেই পরিকল্পনা সাজিয়ে আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করি। তিনিও বেশ আগ্রহ নিয়ে গানটি গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ইউসুফ চমৎকার সুর করেছেন, এই কথাগুলোর জন্য যেমন সুর আশা করেছিলাম, ঠিক তেমনই হয়েছে।’

ইউসুফ আহমেদ খান বলেন, ‘অনেক দিন ধরে গানটি নিয়ে পরিকল্পনা করছিলাম। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতায় যাওয়ার কথা ভাবছি। সেখানেই শুভমিতা দিদির ভয়েস নেব আমরা। আশা করছি, তাঁর কণ্ঠে আরও একটি সুন্দর গান উপহার দিতে পারব আমরা।’

দুই বাংলার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায় আগেও বাংলাদেশের দর্শকদের জন্য গান গেয়েছেন। পশ্চিমবঙ্গের শিল্পী নচিকেতার কথা ও সংগীতায়োজনে শুভমিতার গাওয়া ‘যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই’ শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। তাঁর গাওয়া আরও কিছু জনপ্রিয় বাংলা গানের শিরোনাম, ‘চোখেরই পলকে এতো কাছে কখন এলে যে তুমি’, ‘কতোটা মিনতি রেখে গেলে’, ‘দেখেছো কি তাকে’, ‘আমি কার কে আমার’, ‘হয়তো যাবে ভুলে’ ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − five =