শুরু হলো ২১তম চলচ্চিত্র উৎসব আসর

শনিবার (১৪ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো ‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আসরের। উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়েছে দেশের সিনেমা ‘জেকে ১৯৭১’। এদিন বিকাল চারটার দিকে জাতীয় জাদুঘরের মূল মিলনায়নে অনুষ্ঠিত হয় উদ্বোধনী কার্যক্রম। এ সময় অংশ নিয়েছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তিনি ফাখরুল আরেফিন খান নির্মিত ‘জেকে ১৯৭১’র অভিনয়শিল্পী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামান বলেন, ‘এটা আনন্দের ব্যাপার যে, মহামারির পর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেও আমরা উৎসবটি করতে পারছি। এ বছর স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে দেশের ৮১টি ছবি থাকছে। অর্থাৎ আমরা বাংলাদেশি নির্মাতাদের অগ্রাধিকার দিচ্ছি।’

প্রথম দিন উৎসবে আরও একটি ছবি প্রদর্শনী হয়। সেটির নাম ‘দ্য হান্টারেস’। চিলির এই ছবি নির্মাণ করেছেন মার্টিন ডুপ্লাকুয়েট। এটি সন্ধ্যা ৭টায় দেখানো হয়। পর্দা উঠলো দেশি ছবি দিয়ে, যা থাকছে দ্বিতীয় দিন রবিবার (১৫ জানুয়ারি) দ্বিতীয় দিন তিনটি বিভাগে মোট পাঁচটি সিনেমা প্রদর্শিত হবে। সকাল সাড়ে ১০টায় এশিয়ান কম্পিটিশন বিভাগে দেখানো হবে তুরস্কের ‘ব্ল্যাক নাইট’। এটি নির্মাণ করেছেন ওজান আল্পার। একই বিভাগে দুপুর ১টায় প্রদর্শিত হবে উজবেকিস্তানের ‘দ্য লেগেসি’। খিলোল নাসিমোভ নির্মিত ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিট।

বিকাল ৩টায় তুরস্ক থেকে আসা ‘ক্লোন্দিক’ প্রদর্শিত হবে। যেটি বানিয়েছেন মারইয়ানা এর গরবাচ। এটিও থাকছে এশিয়ান কম্পিটিশন ক্যাটাগরিতে। বিকাল ৫টায় বাংলাদেশ প্যানোরমা বিভাগে দেখানো হবে আশিক মুস্তাফা নির্মিত ‘থার্টি-ফাইভ’। সবশেষে সন্ধ্যা ৭টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে সৈয়দ সালাহউদ্দিনের ‘যা হারিয়ে যায়’।

এবারের উৎসবে ৭১টি দেশের মোট ২৫২টি সিনেমা অংশ নিচ্ছে। ছবিগুলো দেখা যাবে রাজধানীর পাঁচটি ভেন্যুতে। এগুলো হলো- বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স। ৮ দিনের সিনেমাযজ্ঞ শেষে আগামী ২২ জানুয়ারি পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-এর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 4 =