শ্রীমঙ্গলে সংগীত পরিচালক আলম খানের শেষ শয্যা

শ্রীমঙ্গলে স্ত্রী হাবিবুননেসা গুলবানুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আলম খান। শনিবার (৯ জুলাই) সকাল ৯টায় শ্রীমঙ্গলের মহাজেরাবাদের জান্নাতুল ফেরদৌস কম্পলেক্সের ‘মসজিদুল আউলিয়া হযরত খাজা শাহ মোজাম্মেল হক (র.) এ’ জানাজা শেষে জান্নাতুল ফেরদৌস কবরস্থানে দাফন করা হয় তাকে। এ সময় পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

আলম খানের ছেলে আরমান খান দেশ রূপান্তরকে বলেন, পরিবার এবং সামাজিকভাবে কাছের মানুষকে নিয়ে দাফন সম্পন্ন করেছি। করোনা পরিস্থিতির কারণে এখানে ভিড় হোক, আমরা চাইনি। এজন্য কাউকে আসার জন্য বলিনি।

শ্রীমঙ্গলে কবর দেয়ার বিষয়ে আরমান খান বলেন, আম্মাকে শ্রীমঙ্গলে কবর দেওয়ার পর থেকেই আব্বা বলেছিলেন, তিনি মারা যাওয়ার পর যেন সেখানেই কবর দেওয়া হয়। আব্বার ইচ্ছা অনুযায়ী মায়ের পাশেই কবর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 5 =