সংগীতশিল্পী নূরজাহান আলীমের জন্মদিন আজ

বাংলাদেশের মরমী কণ্ঠশিল্পী ও আব্দুল আলীমের মেয়ে নূরজাহান আলীমের জন্মদিন আজ। বাবার পথ ধরে বাবারই গান গেয়ে নূরজাহান আলীম একজন সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ কারণে জন্মদিন এলে যেন মনটা একটু বেশিই খারাপ হয়ে যায়। বাবার কথা মনে পড়ে যায়। তার ধারণা, আজকের এই দিনে তার বাবা বেঁচে থাকলে হয়তো আরও অনেক বেশি আনন্দ হতো তার। কিন্তু তারপরও নূরজাহান আলীম বিশ্বাস করেন তার বাবা তারই পাশে আছেন সবসময় ছায়া হয়ে এবং তিনি তাকে দোয়া করছেন। নিজের জন্মদিন উপলক্ষে নূরজাহান আলীম আজ তার জন্মদিনে কোন স্টেজ শো রাখেননি। ঘরোয়াভাবেই দিনটি উদ্যাপন করবেন। তবে আগামী ২৪ ও ২৫ টানা দু’দিন তিনি গাজীপুরে স্টেজ শো’তে অংশ নেবেন বলে জানালেন তিনি।

নূরজাহান আলীম বলেন, ‘জন্মদিনে সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ দেহ মান নিয়ে বাবার গানগুলো সবাইকে শুনিয়ে যেতে পারি। কারণ বাবা এই দেশের মানুষের জন্য গান করে গেছেন। বাবার গানগুলো যখন গাই তখন আমার মনে হয় বাবার গানগুলো একধরনের চচার্, যা একজন শিল্পীকে শিল্পী হিসেবে তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে। আমি মনে করি বাবার গানগুলোতে এমন কিছু কাজ আছে যা একজন শিল্পী যথাযথভাবে করলে শিল্পী তার নিজের মাঝে অনেক কিছুই ধারণ করতে পারবে। তাই আমি দায়িত্ব থেকেই বাবার গানগুলোই বিভিন্ন অনুষ্ঠানে বেশি গাওয়ার চেষ্টা করি।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − 8 =