সংগীতশিল্পী পথিক নবীর জন্মদিন আজ

আজ ১৯ জানুয়ারি। সংগীতশিল্পী পথিক নবীর জন্মদিন। বাংলাদেশের জনপ্রিয় সুরকার, গীতিকার ও সংগীত শিল্পী হিসেবে পরিচিত। জন্মগ্রহণ করেন ১৯ জানুয়ারি ১৯৭১ সালে ন্ওগাঁ জেলায়। বাবা আব্দুল আজিজ মন্ডল, মা নূরুন নাহার বুলবুল। স্ত্রী আবিদা মহল এবং মেঘ ও মানব নামে এক ছেলে, এক মেয়ে নিয়ে পথিক নবীর সংসার। তিনি তেজগাঁও কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে ইত্যাদি অনুষ্ঠানে ‘আমার একটি নদী ছিল, জানলো নাতো কেউ’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। ‘একলা পথিক’, ‘কষ্টের গাঁয়ে লাল জামা’ এবং ‘বাঁকা চাঁদ’ সহ অনেক মিশ্র অ্যালবামে গান গেয়েছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 4 =