সংগীতশিল্পী সেলিম চৌধুরীর জন্মদিন আজ

বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীত তারকা সেলিম চৌধুরী। দীর্ঘদিন ধরে বাংলা গানের জগতে তার পথচলা। তবে নন্দিত নির্মাতা ও কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে গান গেয়ে সর্বমহলে বিশেষ পরিচিতি পান তিনি। তার গাওয়া ‘আজ পাশা খেলবো রে শ্যাম’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও তিনি মৌলিক গানের পাশাপাশি রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিমের গান গেয়েও পরিচিত পান।

সেলিম চৌধুরীর প্রথম অ্যালবাম ‘কবিতার মতো চোখ’-এর মিল্টন খন্দকারের লেখা ‘কবিতার মতো চোখ যে তোমার’ এবং রাধা রমনের ‘কারে দেখাবো মনের দুঃখ গো’ গান দুটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। আলোচনায় চলে আসেন সেলিম চৌধুরী।

এরপর বাজারে আসা তার উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে- ‘মধু পূর্ণিমা রাতে’, ‘সজনী’, ‘প্রথম প্রেম’, ‘আইজ পাশা খেলবো’, ‘রূপ সাগরে’, ‘হাজার টাকার বাগান’, ‘একদিন তোর হইবোরে মরণ’, ‘টিয়া চন্দনা’, ‘বাউল বাতাস’ ইত্যাদি। ‘প্রেমের সমাধি’ চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেন। হুমায়ূন আহমেদের ‘চন্দ্রকথা’, ‘দুই দুয়ারী’ ও ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রেও গান গেয়েছেন সেলিম চৌধুরী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven + seventeen =