সন্তান নিখোঁজ হওয়ার গল্প ‘উধাও’

ঢাকায় পড়ালেখা করে রাবিদ, থাকে বন্ধুদের সঙ্গে। মায়ের সঙ্গে দেখা করতে এসেছে গ্রামের বাড়িতে। ঢাকায় ফিরতেই রাবিদকে তুলে নিয়ে যায় একদল লোক। কাল্পনিক অভিযোগের স্বীকারোক্তি আদায়ে তার ওপর চলে অমানুষিক নির্যাতন। কিন্তু যেসব অভিযোগ আনা হয়, সে ব্যাপারে কিছুই জানে না সে। রাবিদকে কেন তুলে আনা হলো? কোন অজানা শত্রু ধরিয়ে দিল তাকে? কোথাও কি কোনো ভুল হয়েছে? অন্য কাউকে ভেবে কি আটক করা হয়েছে রাবিদকে? এদিকে ছেলের কোনো খোঁজ না পেয়ে অস্থির হয়ে পড়ে মা, বোন ও প্রেমিকা। একসময় ছেলেকে খুঁজতে ঢাকায় চলে আসে রাবিদের মা। খোঁজ করে বিভিন্ন জায়গায়। ঘোরে থানায় থানায়। শেষ পর্যন্ত রাবিদের খোঁজ মেলে কি? মা কি খুঁজে পায় প্রিয় সন্তানকে? এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘উধাও’।

খান মুহাম্মদ রুমেলের লেখায় উধাও পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। শ্রেয়ান ফিল্মসের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন শিবলী নোমান, রেশমী, সামান্তা চৌধুরী, শেখ চাঁদনী, হিল্লোল, এস সি মিশু প্রমুখ। নির্মাতা জানান, ঈদের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − four =