সম্মাননা পেলেন তানজিন তিশা

অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এ অভিনেত্রীর শোবিজ অঙ্গনে অবদানের জন্য তিনি ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) ঢাকার একটি অভিজাত হোটেলে পঞ্চমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তিনি বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন।

মূলত নিজ নিজ কর্মক্ষেত্র থেকে অসামান্য অবদানের জন্য জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কর্তৃক ১২ জন নারীকে ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা দেয়া হয়।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে ও বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সমন্বয় বিভাগের উপপ্রধান করিন হেনচোজ পিগনানি।

‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেয়ে তিশা জানান, এ সম্মাননা নারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে আরও ভালো কিছু করতে উৎসাহিত করবে। বিনোদন অঙ্গনে আমার অবদানকে মূল্যায়ন করে এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা দেয়ায় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ দেন অভিনেত্রী।

তানজিন তিশা ছাড়াও এ বছর পুরস্কার পেয়েছেন- শিক্ষা ক্ষেত্রে মুনজেরিন শহীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সারাবন তহুরা তুরিন, স্টার্টআপ ক্ষেত্রে সাদিয়া হক, ব্যাংকিং ক্ষেত্রে নুরুন নাহার বেগম, বাণিজ্য ক্ষেত্রে ফাদিয়া খান, করপোরেট ক্ষেত্রে ফারহা নাজ জামান, শিল্প ও সাহিত্য ক্ষেত্রে রোকেয়া সুলতানা, চিকিৎসা উদ্ভাবনে ডা. সায়েবা আর্থতার, খেলাধুলায় রূপনা চাকমা, উঠতি নারী নেতৃত্বে শবনম ওয়াজেদ এবং আজীবন সম্মাননা দিলারা জামান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 + fifteen =