সর্বকালের সেরা গায়িকার তালিকায় লতা মঙ্গেশকর

সম্প্রতি মার্কিন ঐতিহাসিক ম্যাগাজিন ‘রোলিং স্টোন’ বিশ্বের সেরা শিল্পীদের তালিকায় স্থান পেয়েছেন লতা মঙ্গেশকর। পৃথিবীতে সর্বকালের সেরা ২০০ গায়ক-গায়িকার তালিকায় রয়েছে তার নাম।

এই তালিকার ৮৪তম স্থানে রয়েছেন প্রখ্যাত এই গায়িকা। এই তালিকায় রয়েছে পাকিস্তানি প্রয়াক গায়ক নুসরাত ফাতেহ আলী খানও। স্থান পেয়েছেন দক্ষিণ কোরিয়ার গায়ক ও গীতিকার লি জি-উন (আইইউ) ও বিটিএসের সর্বকনিষ্ঠ গায়ক জাংকুক।

লতা মঙ্গেশকর ২০২২ সালের ফেব্রুয়ারিতে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২। তার সংগীত ক্যারিয়ারে ৩৬টিরও বেশি ভাষায় গান রেকর্ড করেছেন।

‘রোলিং স্টোন’র তালিকায় থাকা অন্যান্য জনপ্রিয় শিল্পীদের মধ্যে রয়েছেন লেডি গাগা, অ্যাডেল, ক্রিস্টিনা আগুইলেরা, পল ম্যাককার্টনি, মাইকেল জ্যাকসন, ডেভিড বোভি, লুই আর্মস্ট্রং, আরিয়ানা গ্র্যান্ডে, রিহানা, অ্যামি ওয়াইনহাউস, বব মার্লে, নিল ইয়াং, এলটন জন, টেলর সুইফট, ওজি অসবোর্ন, আইইউ, বোনো, বারব্রা স্ট্রিস্যান্ড, জাংকুক, বিলি ইলিশ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − fifteen =