সাংবাদিক আমিনুর রহমান তাজ মারা গেছেন

আজকের দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান তাজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্ন‍া ইলাহি রাজিউন)। সোমবার সকাল ১০টার দিকে মালিবাগের নিজের বাসায় তার মৃত্যু হয় বলে তার ছোট ভাই মো. মেরাজ জানান। আমিনুর রহমানের বয়স হয়েছিল ৬৮টি বছর। পরিবারে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি তাজ আমাদের সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার ছিলেন এক সময়। মেরাজ বলেন, “শনিবার সকালে বাসায় উনার (আমিনুর রহমান তাজ) হার্ট অ্যাটাক হয়। পরে দারুস সালাম হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে আবার বাসায় নিয়ে আসা হয়েছিল।“

সোমবার দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে আমিনুর রহমানের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদসহ কার্যনির্বাহী কমিটি এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 2 =