তিন ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই বাংলাদেশকে শিরোপা এনে দিলেন সাগরিকা। বসুন্ধরা কিংস অ্যারেনায় তার চার গোলে নেপালকে অলিখিত ফাইনালে হারিয়েছে স্বাগতিকরা।
রবিবার (২১ জুলাই) এই জয়ে সাফ অনুর্ধ্ব ২০ নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব নিজেদের কাছেই রাখলো মেয়েরা।
সব মিলিয়ে মেয়েদের বয়সভিত্তিক সাফ প্রতিযোগিতায় পঞ্চম শিরোপা এটি বাংলাদেশের্।
শোকাবহ পরিবেশেই আজ মাঠে নামেন মেয়েরা। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়রা এক মিনিটের নীরবতা পালন করেন। সেই শোককে শক্তিতে পরিণত করতেও সময় লাগেনি। কিংস অ্যারেনাতে শুরু থেকে বাংলাদেশের দাপট দেখা গেছে।
২০২৪ এ অনুর্ধ্ব-১৯ ফরম্যাটের প্রতিযোগিতায় ভারতের সাথে শ্রেষ্ঠত্ব ভাগাভাগি করতে হয়েছিল বাংলাদেশ।
২০২৩ সালে ঢাকাতেই নেপালকে হারিয়ে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।