সাত’শ উইকেটের দ্বারপ্রান্তে সাকিব

বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে আরও একটি মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। খবর বাসস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৭শ’ উইকেট পূর্ণ করতে আর মাত্র দুই উইকেট প্রয়োজন সাকিবের। অনন্য এই মাইলফলকের সামনে দাঁড়িয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবেন সাকিব।

দশ মাস পর গতকাল প্রথম টি-টোয়েন্টি খেলতে নামেন সাকিব। ম্যাচে ব্যাট হাতে  ১ রান করলেও, বল হাতে দারুন পারফরমেন্স করেন তিনি। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন সাকিব। এতে তিন ফরম্যাট মিলিয়ে উইকেট সংখ্যাটা ৬৯৮এ নিয়ে গেছেন  তিনি।

এখন পর্যন্ত ৬৭ টেস্টে ২৩৭, ২৪৭ ওয়ানডেতে ৩১৭ এবং ১১৮টি টি-টোয়েন্টিতে ১৪৪টি উইকেট শিকার করেছেন সাকিব। সব মিলিয়ে ৪৩২ ম্যাচে ২৮ দশমিক ১৫ গড় এবং ৩ দশমিক ৯০ ইকোনমি রেটে ৬৯৮ উইকেট আছে তার। এরমধ্যে ২৫বার পাঁচ উইকেট এবং দু’বার ১০ উইকেট শিকার করেছেন তিনি।

বাংলাদেশি  অন্যান্য বোলারদের চেয়ে অনেক এগিয়ে সাকিব। মাশরাফি বিন মর্তুজা ৩৮৯ উইকেট নিয়ে দ্বিতীয় এবং মুস্তাফিজুর রহমান ৩০৫ উইকেট নিয়ে তৃতীয়স্থানে আছেন।

বিশ্বের সপ্তম স্পিনার হিসেবে ৭শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার সুযোগ সাকিবের সামনে। অবশ্য কেবলমাত্র  বাঁ-হাতি স্পিনারদের পরিসংখ্যান বিবেচনা করলে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির পরই আছেন সাকিব। ৪৪২ ম্যাচে ভেট্টোরি ৭০৫ উইকেট নিয়েছেন। তাই  অলৌকিক কিছু  না ঘটলে  নিশ্চিতভাবেই বলা যায়, খুব শীঘ্রই ভেট্টোরিকে টপকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বাঁ-হাতি স্পিনার বনে যাবেন সাকিব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen + twelve =