সামিম আহমেদ বিপিজিএমই এর সভাপতি পুনঃনির্বাচিত

বিশিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ী সামিম আহমেদ বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি পদে পুননির্বাচিত হয়েছেন। এছাড়া কে. এম. ইকবাল হোসেন সিনিয়র সহসভাপতি এবং কাজী আনোয়ারুল হক ও মো. এনামুল হক সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

গত সোমবার রাজধানীর পল্টনে সমিতির নিজস্ব কার্যালয়ে বিপিজিএমই এর ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন বোর্ডের অন্য সদস্য এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন অর রশিদ ও আবুল খায়ের উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ২০২৩-২৪ মেয়াদের জন্য গত ২ সেপ্টেম্বর সমিতির পরিচালনা পরিষদের নতুন ৭ সদস্য নির্বাচিত হন। নব নির্বাচিত ৭ জন সদস্য হচ্ছেন; সাধারণ গ্রুপের সামিম আহমেদ, কাজী আনোয়ারুল হক, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল ও খাদেম মাহমুদ ইউসুফ। সহযোগী গ্রুপের নুর আলম বাচ্চু ও মো. আবুল খায়ের।

বিপিজিএমই এর ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হলেন-মো. ইউসুফ আশরাফ, গিয়াসউদ্দিন আহমেদ, হুমায়ুন কবির বাবলু, মোসাদ্দেকুর রহমান নান্নু, মোঃ ইয়াকুব, মো. আব্দুল মান্নান, এ. টি.এম.সাঈদুর রহমান বুলবুল, মো. শাহজাহান, মো. খোরশেদ আলম, আমান উল্লাহ, মো. আব্দুর রশিদ ভূঁইয়া ও আব্দুল কাদের জিলানী।

নবনির্বাচিত পরিচালনা পরিষদ ২০২৩-২৪ মেয়াদ অর্থাৎ আগামী এক বছর দেশের প্লাস্টিক শিল্পখাতের এই বণিক সমিতি পরিচালনা করবেন।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 4 =