সিলেটে প্রাণের উচ্ছ্বাসে বাংলা নববর্ষ বরণ

সিলেটে প্রাণের উচ্ছ্বাসে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০  বরণ করা হয়েছে। খবর বাসস

নতুন বছরকে স্বাগত জানিয়ে আজ শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে কবি নজরুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি অংশগ্রহন করেন।

এতে প্রশাসনের পদস্থ কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের  নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশনেন। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।

এদিকে ১লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষ্যে সিলেটের বিভিন্ন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো নানা অনুষ্ঠানের আয়োজন করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − 11 =