হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন অভিনেতা হাসান মাসুদ। সোমবার ( ১৭ নভেম্বর) রাতে এই অভিনয়শিল্পী বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত শনিবার বাসায় ফিরেছি। এখন চলাচল করতে অসুবিধা হচ্ছে না। আগামীকাল ছেলের চাকরির পরীক্ষা আছে, সবাই দোয়া করবেন।’
গত ২৮ অক্টোবর রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাসান মাসুদ। পরে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হলে তাকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।