সেলিমের ‘কাজল রেখা’র নায়িকা মন্দিরা

শুরু হচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজল রেখা’র কাজ। প্রযোজক, কুশলী সবই চূড়ান্ত। মিলেছে মনের মতো নায়িকাও। এ ছবির মাধ্যমে অভিষেক হচ্ছে নবাগত মন্দিরা চক্রবর্তীর। তিনিই আছেন নাম ভূমিকায়।মন্দিরাকে নিয়ে এবারই বড় পর্দায় আসছেন নির্মাতা।ছবির অপর কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শরিফুল রাজ। সঙ্গে থাকবেন রাফিয়াত রশিদ মিথিলা।

এদিকে জানা যায়, মৈমনসিংহ গীতিকা থেকে ‘কাজল রেখা’র গল্প তৈরি করা। সিনেমার জন্য ৫০০ বছর আগের সময়ে ফিরে যেতে হবে নির্মাতাকে। লোকেশন, আবহ সব সে সময়ের জন্য তৈরি করতে হবে। মৈমনসিংহ গীতিকায় কাজল রেখার যে পালা আছে, সেখান থেকেই সিনেমার গল্প।

সেলিম বলেন, ‘ওই সময় ৯ বছর বয়স হলেই মেয়েদের বিয়ে দিতে হতো। কাজল রেখার বয়স যখন ৯ হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়। সেটিই উঠে আসবে সিনেমার গল্পে।’

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 + sixteen =