সোনালী দিনের নায়িকা রোজিনার জন্মদিন আজ

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির সোনালী দিনের জনপ্রিয় নায়িকা রোজিনা। ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। আজ ২০ এপ্রিল রোজিনার জন্মদিন। ১৯৫৫ সালের এই দিনে ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি।

১৯৭৬ সালে ‘জানোয়ার’ নামের চলচ্চিত্রের সহনায়িকা হিসেবে বড় পর্দায় নাম লেখান রোজিনা। নায়িকা হিসেবে কাজ করার পান এফ,কবির পরিচালিত ‘রাজমহল’ চলচ্চিত্রের মাধ্যমে। সিনেমাটি বেশ জনপ্রিয় হয়। এরপর একের পর এক সিনেমায় ডাক পান রোজিনা।

ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় দুই শতাধিক সিনেমায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’, ‘মানসী’, ‘দোলনা’, ‘দিনকাল’, ‘রসের বাইদানী’, ‘জীবনধারা’, ‘রূপবান’, ‘হামসে হ্যায় জামানা’।

আমজাদ হোসেনের ‘কসাই’ আর মতিন রহমানের ‘জীবন ধারা’ সিনেমায় অভিনয় করে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন রোজিনা। পাকিস্তানে ‘হাম তো হায় জামানা’ সিনেমায় অভিনয় করে ১৯৮৬ সালে পাকিস্তানের ‘নিগার অ্যাওয়ার্ড’ও লাভ করেন রোজিনা। এছাড়াও বাচসাসসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

১৯৯৪ সালে অভিনয় থেকে সরে দাঁড়ান রোজিনা। পরের বছর পাড়ি জমান যুক্তরাজ্যে। দীর্ঘ বিরতির পর ‘রাক্ষুসী’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।  রোজিনা নির্মিতব্য ‘ফিরে দেখা’ সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। এতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − nine =