সোহম চক্রবর্তীর জন্মদিন আজ

সোহম চক্রবর্তী ৪ মার্চ ১৯৮৪ সালে ভারতে জন্মগ্রহণ করেন।  ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ। তিনি শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে প্রধান চরিত্রে অভিনয় করেন। তিন বছর বয়সে তিনি মাস্টার বিট্টু চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয় জয় করে নেন। এরপর তিনি চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। তিনি উত্তম কুমার পুরস্কার, বিএফজেএ পুরস্কার ও স্টার জলশা এন্টারটেইনমেন্ট পুরস্কার সহ অসংখ্য প্রশংসা অর্জন করেছেন । তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বোরজোরা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অবশেষে ২০২১ সালের সাধারণ নির্বাচনে জয়ী হন এবং সেই বছর ২রা মে বিধানসভার সদস্য হিসাবে শপথ নেন ।

১৯৮৮ সালে সোহম ৩ বছর বয়সে ছোট বউ ছবিতে শিশুশিল্পী হিসেবে টলিউডে আত্মপ্রকাশ করেন। পরবর্তিতে তার প্রথম মুখ্য ভূমিকায় ছবি চাঁদের বাড়ি। কর্মজীবনের শুরুর দিকে, মাস্টার বিট্টু হিসাবে পরিচিতি পান এবং শিশু শিল্পী হিসাবে ১৯৮৯ সালে মঙ্গলদীপ, ১৯৮৯ সালে নয়ন মনি, ১৯৯০ সালে জোয়ার ভাটা , ১৯৯০ সালে সত্যজিৎ রায় পরিচালিত শাখা প্রশাখা , ১৯৯৭ সালে ভাগ্য দেবতা সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। জোয়ার ভাটা (১৯৯১) এবং শাখা প্রশাখা (১৯৯০) ছবিতে অভিনয়ের জন্য তিনি বছরের শিশু শিল্পী হিসেবে দুবার উত্তম কুমার পুরস্কারে ভূষিত হন । তিনি বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে উপস্থিত হয়েছেন এবং ১৯৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর দশকের শুরুতে চলচ্চিত্রে সহায়ক ভূমিকা পালন করেছেন।

উচ্চ শিক্ষা শেষ করে বি.কম বিষয়ে ড. (অনার্স), তিনি তরুণ মজুমদার (২০০৭) পরিচালিত চান্দের বাড়ি চলচ্চিত্রে হাজির হন। এরপর তাকে বাজিমাত (২০০৮) চলচ্চিত্রের মাধ্যমে পুরুষ প্রধান চরিত্রে চালু করা হয়। এরপর তিনি ২০০৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস দ্বারা প্রযোজিত প্রেম আমার চলচ্চিত্রে অভিনয় করার পর জনপ্রিয়তা অর্জন করেন, যেটি একটি ব্লকবাস্টার হয়ে ওঠে এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড করে। প্রেম আমার পরে তার আগের স্বল্পদৈর্ঘ্য ছবি রহস্য, জিনা এবং সোলজার মুক্তি পায় এবং বাণিজ্যিকভাবে গড় ছিল।[৪][৫] তার অন্য ব্লকবাস্টার ছবি অমানুষ ২০১০ সালে মুক্তি পায়। এই ছবিতে তিনি বিনোদ নামক এক অনাথের চরিত্রে অভিনয় করেন।[৫] ফান্দে পড়িয়া বগা কান্দে রে (২০১১), জীবন রং বেরং (২০১১), লে হালুয়া লে (২০১২), জানেমন (২০১২), বোঝেনা সে বোঝেনা (২০১২), লাভেরিয়া (২০১৩) এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন । বাঙালি বাবু ইংলিশ মেম (২০১৪), অমানুষ ২ (২০১৫) এবং ব্লাক। পরবর্তীতে কমেডি এবং পারিবারিক নাটকের সিরিজগুলি চক্রবর্তী দর্শকদের কাছ থেকে বিশেষ করে কিশোর-কিশোরীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। এই ধরনের চলচ্চিত্রগুলি হল জামাই ৪২০ (২০১৫), কাটমুণ্ডু (২০১৫), জিও পাগলা (২০১৭) এবং হানিমুন (২০১৮) জামাই বদল (২০১৯) এবং থাই কারি (২০১৯)। দেবের সাথে তার অন্য ব্লকবাস্টার চলচ্চিত্র শুধু তোমারই জন্য (২০১৫) সবচেয়ে বেশি আয় করে । ২০১৫ সালে, তিনি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি নিযুক্ত হন ।

সোহম চিরদিনই…তুমি যে আমার, প্রেম আমার, চ্যালেঞ্জ এবং অমানুষের নির্মাতাদের দ্বারা চালু করা একটি রিয়েলিটি শো টুইঙ্কল টুইঙ্কল ডান্সিং স্টারও অ্যাঙ্কর করেছেন।  তিনি ইটিভি বাংলায় সম্প্রচারিত অনিক ধর-এর স্থলাভিষিক্ত প্যারা সেরা বউথানের উপস্থাপকও ছিলেন ।  অনুষ্ঠানটি তখন উপস্থাপক ছিলেন অপরাজিতা আঢ্য । সোহম টেলিভিশন ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা- তেও অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন । ২০১৯-২০ সালে মিঠুন চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে স্টার জলসার ডান্স রিয়েলিটি শো ড্যান্স ড্যান্স জুনিয়র বিচারক ।

সোহম চক্রবর্তী ২০১৪ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি নিযুক্ত করা হয়েছিল৷  ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বারজোরা (বিধানসভা কেন্দ্র) থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ও সিপিআই-এম- এর সুজিত চক্রবর্তীর কাছে ৬১৬ ভোটের ব্যবধানে পরাজিত হন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × four =