সৌদি আরব দিয়ে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু

চার দিনের মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সৌদি আরব দিয়ে শুরু হয়েছে তার এ সফর। উপসাগরীয় অঞ্চলের ধনী আরব দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় অঙ্কের বিনিয়োগের আশা নিয়ে মঙ্গলবার ট্রাম্প সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের প্রাথমিক একটি বৈঠকও এরই মধ্যে হয়েছে। এই সফরে ট্রাম্পের প্রধান লক্ষ্য অর্থনৈতিক চুক্তি, গাজা যুদ্ধ বা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নয়।

রিয়াদে সৌদি আরব-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে মঙ্গলবার যোগ দিচ্ছেন ট্রাম্প। তার সঙ্গে থাকছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী নেতারা। এরপর বুধবার ট্রাম্প যাবেন কাতারে এবং বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে।

ট্রাম্পের সফরের এ তালিকায় নেই ইসরায়েল। এমন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ক্ষেত্রে ঘনিষ্ঠ মিত্রদেশ হিসাবে ইসরায়েলের অবস্থান কোথায় সে প্রশ্ন উঠেছে।

তেলসমৃদ্ধ আরব দেশগুলোতে এই সফরে ট্রাম্প কয়েক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ পাবেন বলে আশা করছেন। সৌদি আরব এরই মধ্যে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প দেশটির কাছ থেকে ১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ চান।

রিয়াদে বিনিয়োগ ফোরাম এ্ররই মধ্যে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের সম্পর্কের ঐতিহাসিক মুহূর্তের একটি ভিডিও দিয়ে।

বিশাল হলরুমে সামনের সারিতে উপস্থিত রয়েছেন বহুজাতিক অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিংক, ব্ল্যাকস্টোনের সিইও স্টিফেন এ. শোয়ার্জম্যান, মার্কিন কোষাধ্যক্ষ স্কট বেসেন্ট, সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান ও খালিদ আল-ফালিহ।

ফোরামের উদ্বোধন করে সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ বলেন, “শুধু জ্বালানিই নয়, এখন আমাদের সম্পর্কের ক্ষেত্র আরও বিস্তৃত হয়েছে। আমেরিকানদের সঙ্গে যৌথ উদ্যোগে দারুণ কিছু হচ্ছে, ভবিষ্যতেও হবে।”

ফোরামের একটি প্যানেলে ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিংক বলেন, “গত ২০ বছরে আমি ৬৫ বারেরও বেশি সৌদি আরব সফর করেছি। একসময় সৌদি আরব অনুসারী ছিল, এখন নেতৃত্ব দিচ্ছে। তারা এখন তেলের বাইরেও তাদের অর্থনীতির প্রসার ঘটাচ্ছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − five =