সৌমিত্রের মৃত্যুবার্ষিকীতে ‘টিকটিকি’র পুনর্নির্মাণ

আজ (১৫ নভেম্বর) দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর করোনায় আক্রান্ত হয়ে ১৫ নভেম্বর শেষনিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।বিশেষ এ মুহূর্তেই পুনর্নির্মাণ শুরু হলো এ অভিনেতার বিখ্যাত ছবি ‘টিকটিকি’র।

মূলত এটি অবলম্বনে নিজের প্রথম ওয়েব সিরিজের শুরু করলেন পশ্চিমবঙ্গের পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। সিরিজটির নামও রাখা হয়েছে ‘টিকটিকি’। ধ্রুব সম্প্রতি দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবির জন্য প্রশংসিত হয়েছেন।

এদিকে, ওয়েব সিরিজ প্রসঙ্গে জানা যায়, গতকাল ১৪ নভেম্বর থেকে এর কাজ শুরু হয়েছে। সিরিজের মুখ্যচরিত্রে আছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। সৌমিত্র চট্টোপাধ্যায়ের করা চরিত্রটিকেই পর্দায় রূপ দিতে চলেছেন কৌশিক।আগামী ১৩ দিন একটানা এর শুটিং চলবে পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে।

১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে ‘অপুর সংসার’-এ প্রবেশের পর একটানা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। তার অভিনীত অন্যতম ছবিগুলো হলো ‘দেবী’, ‘তিন কন্যা’, ‘চারুলতা’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘অশনিসংকেত’, ‘ঝিন্দের বন্দী’, ‘অপরিচিত’, ‘তিন ভুবনের পাড়ে’, ‘আতঙ্ক’, ‘পারমিতার একদিন’, ‘বেলা শেষে’, ‘ময়ূরাক্ষী’ প্রভৃতি। চলচ্চিত্রের পাশাপাশি অনেক নাটকেও অভিনয় করেছেন; লিখেছেন গান ও নাটক। ছিলেন অসামান্য আবৃত্তিকার।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × three =