স্কটল্যান্ড ক্রিকেট জার্সির ডিজাইন ১২ বছরের শিশুর করা   

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে বাংলাদেশকে হারানো অবশ্যই অবিশ্বাস্য কীর্তি স্কটল্যান্ডের! মানতে হবে এর চেয়েও অবিশ্বাস্য কাজটি করেছেন রেবেকা ডাউনি। স্কটিশদের আকর্ষণীয় গাঢ় নীল ও বেগুনি রঙের জার্সিটি ডিজাইন করেছেন ১২ বছর বয়সী এই শিশু।

দেশজুড়ে স্কুল-শিশুদের কাছ থেকে পাওয়া ডিজাইন-ই এক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হয়েছে। রেবেকা ডাউনির ডিজাইনটি বাছাই করা হয় ২০০টি নমুনা থেকে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সময় রেবেকার জার্সি পরা একটি ছবি টুইটারে পোস্ট করেছে স্কটল্যান্ড। সেখানে রেবেকাকে ধন্যবাদ দিয়ে তারা বলেছে,‘স্কটল্যান্ডের জার্সি ডিজাইনার হাডিংটনের ১২ বছর বয়সী রেবেকা ডাউনি। নিজের ডিজাইন করা জার্সিটি গর্বের সঙ্গে পরে আমাদের প্রথম ম্যাচ টিভিতে দেখছিল। রেবেকাকে আবারও ধন্যবাদ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই জার্সিটি খেলোয়াড়দের সামনে উপস্থাপন করেছিলেন রেবেকা। সেসময় তার বাবা-মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেদিন আবার এডিনবার্গে জিম্বাবুয়ের বিপক্ষে স্কটল্যান্ড মুখোমুখি হয়েছিল। দলটির অধিনায়ক কাইল কোয়েটজারও তখন বলেছিলেন, এই ডিজাইনটিতে তারা ভীষণ গর্বিত।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 3 =