স্পর্শিয়ার নতুন ছবি ‘এখানে নোঙর’

নতুন আরেকটি ওয়েব ছবিতে শুটিং শুরু করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছবির নাম ‘এখানে নোঙর’। ছবিটি পরিচালনা করছেন মেহেদী রনি। এতে স্পর্শিয়াকে দেখা যাবে জাহাজের সারেংয়ের প্রেমিকার চরিত্রে। সারেং চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। অন্যান্য চরিত্রে আছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।

স্পর্শিয়া বলেন, “আমি বরাবরই গল্পের প্রতি মনোযোগি। যে গল্প আমাকে টানে,অভিনয় করার জায়গা থাকে সেটাতেই অভিনয় করি। সেটা ছোট চরিত্র হলেও আপত্তি নেই। ‘এখানে নোঙর’ এর গল্পটি ভালো।”

গত ১৫ জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে এই ওয়েব ছবির শুটিং। নির্মাতা মেহেদী রনি জানান, মানিকগঞ্জের পর ছবির বেশ কিছু অংশের দৃশ্যধারণ করা হবে বরিশাল জেলার কাউখালীতে।

এই ছবি নিয়ে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘এখানে নোঙর’-এর গল্প এ সময়ের অন্যান্য ছবি থেকে অনেকটা আলাদা। চরিত্রেও আছে চেনাজানা মানুষের ছায়া। এর ঘটনাবহুল কাহিনি দর্শককে আমাদের চলমান জীবনধারা নিয়ে কিছুটা হলেও ভাবাবে।

নির্মাণ শেষে ছবিটি আরটিভি প্লাসে মুক্তি দেওয়া হবে বলেও এই অভিনেত্রী জানান। এদিকে স্পর্শিয়া ওয়েব ছবির পাশাপাশি ব্যস্ত ছোটপর্দায় নানা আয়োজনে।

অন্যদিকে এ অভিনেত্রীর সরকারি অনুদানের ‘ফিরে দেখা’ নামে একটি সিনেমা মুক্তি দেওয়ার কথা রয়েছে চলতি বছরের ডিসেম্বরে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিবর। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী রোজিনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 6 =