স্পিনারদের সেরা দশে সাকিব

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে বল হাতে ৯৬ রানে ৫ উইকেট নেন সাকিব আল হাসান। ৬১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারের ১৯তমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নিলেন সাকিব।

এর মাধ্যমে  টেস্ট ইতিহাসে স্পিনারদের মধ্যে ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারে সেরা দশে নাম লেখালেন সাকিব।

ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারে ২৪তমস্থানে আছেন সাকিব। এই ২৪ জনের মধ্যে স্পিনার ও পেসাররা একত্রেই আছেন। তবে এখান থেকে যদি পেসারদের নাম বাদ দেওয়া হয়, তবে ১০ম স্থানে নিজের নাম লেখালেন সাকিব।

সাকিবের আগে এই তালিকায় নাম লিখিয়েছেন  শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন (৬৭ বার), অস্ট্রেলিয়ার প্রয়াত শেন ওয়ার্ন (৩৭ বার), ভারতের অনিল কুম্বলে (৩৫ বার)-রবীচন্দ্রন অশ্বিন (৩০ বার)-হরভজন সিং (২৫ বার), শ্রীলংকার রঙ্গনা হেরাথ (৩৪ বার), অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট(২১ বার)-নাথান লায়ন (১৯ বার) ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি (২০ বার)।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + 17 =