স্পেনে পুরস্কৃত হয়েছে ‘ডেজা ভ্যু’। এরইমধ্যে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসব সহ আরও প্রায় ১১০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে। সম্প্রতি স্পেনের ‘এল গ্রিতো দি লস সিন ভজ, ফেস্টিভাল’-এ (EL GRITO DE LOS SIN VOZ, FESTIVAL) ‘সেরা বিষয়’ হিসেবে চলচ্চিত্রটিকে সম্মাননা দেওয়া হয়েছে।
সিনেমাটি প্রযোজনা করেছেন ফারাহ নাজ আলম এবং গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রায়হান শশী। এর সঙ্গে বিভিন্নভাবে আরও সম্পৃক্ত আছেন ফারাহ অমি ও বিজ্ঞাপন নির্মাতা মরহুম কায়েস চৌধুরী, বুদ্ধিদীপ্ত প্রোডাকশন ডিজাইনার হাসান অয়ন, সহকারী পরিচালক মাহফুজ আহমেদ, রোকন আহমেদ এবং ‘মেডিস্টোর’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কামরুল হাসান। সিনেমাটির চিত্র গ্রাহক সাঈদ মুস্তাকিম অনিক, নির্মাণ করেছে উড়ুপ ট্রপ প্রোডাকশন।
পরিচালকের মতে ‘ডেজা ভ্যু’ চলচ্চিত্রের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলোর অন্যতম বিষয় হচ্ছে-ভোগ দখল করার জন্য নারী নয়… নারী, পুরুষের চেয়েও বেশি একজন মানুষ।