‘হারমোনি বাজাও’ গানের ৪০ লাখ ভিউ

দেশের জনপ্রিয় গায়ক সাব্বির নাসির ও ‘সারেগামাপা’খ্যাত কলকাতার গায়িকা সম্পা বিশ্বাসের নতুন গান ‘হারমোনি বাজাও’ ২রা জুন প্রকাশ পায়। সোশ্যাল মিডিয়ায় মাত্র ১০ দিনে গানটি ৪০ লাখ দর্শক-শ্রোতারা উপভোগ করেছেন। এত অল্প সময়ে এমন রেসপন্স পেয়ে আজ দুপুরে শিল্পী সাব্বির নাসির তার ফেসবুক ওয়ালে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, হারমোনি বাজাও। সোশ্যাল মিডিয়ায় ৪০ লক্ষ শ্রবণ, দর্শন। ৬০০০+ শেয়ার। ভালোবাসা রইল দুইবাংলার অগণিত শ্রোতা, দর্শকদের জন্য।

সাব্বির নাসির ও সম্পা বিশ্বাসের নতুন এই গানের নাম ‘হারমোনি বাজাও’। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্লাবন কোরেশী।মিক্স মাস্টারিং করেছেন সালমান জাইম। ভিডিওটি পরিচালনা করেছেন প্রীতুল এবং ভিডিও সম্পাদনা করেছেন ইভান।

সাব্বির নাসির-সম্পা বিশ্বাস জুটির পঞ্চম গান এটি। বিনোদিনী রাই গানের জনপ্রিয়তার পর একের পর এক হিট গান শ্রোতাদের উপহার দিয়ে যাচ্ছেন বাংলা গানের জনপ্রিয় এই জুটি।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − three =