সিরিজের পর এবার হিন্দি সিনেমায় প্রসেনজিৎ

হিন্দি ওয়েব সিরিজ করার পর বছর না ঘুরতেই ফের বলিউডি সিনেমায় পা রাখার খবর এসেছে ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

আনন্দবাজার লিখেছে, প্রসেনজিৎ এখন মুম্বাইয়ে আছেন। নতুন কাজ নিয়ে আলোচনার জন্যেই ওই শহরে গেছেন তিনি।

সিনেমার নামধাম প্রকাশ না করে কলকাতার এই বাংলা দৈনিক জানিয়েছে, তারকাখচিত এই নতুন হিন্দি সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে। শোনা যাচ্ছে সিনেমার প্রযোজক এবং পরিচালকও প্রথম সারির। সব ঠিক থাকলে শুটিং শুরু হবে সেপ্টেম্বরে। অবশ্য প্রসেনজিতের ক্যারিয়ারে এটাই প্রথম হিন্দি কাজ নয়।

গত দেড় দশকের মধ্যে ২০১২ সালে ‘সাংহাই’ নামের হিন্দি সিনেমায় এই নায়ককে পেয়েছে দর্শক। এরপর তিনি অভিনয় করেন ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ট্রাফিক’ সিনেমায়।

মালয়ালম সিনেমার ওই হিন্দি সংস্করণটির পরিচালক ছিলেন রাজেশ পিল্লাই। প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেন মনোজ বাজপেয়ী, জিমি শেরগিল, দিব্যা দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মত প্রথম সারির অভিনেতারা। তবে এরপর আর কোনো হিন্দি সিনেমায় পাওয়া যায়নি প্রসেনজিতকে।

গত বছর বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত ‘জুবিলি’ সিরিজ দিয়ে প্রথমবার ওটিটির দুনিয়ায় পা রাখেন প্রসেনজিৎ। ‘জুবিলি’তে তার অভিনয়েরও প্রশংসা আসে।

এর পরপরই তকে দেখা যায় হনসল মেহতার ‘স্কুপ’ সিরিজে। সেখানে তিনি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করেন। এ ছাড়াও নীরজ পাণ্ডের ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’ নামের নতুন সিরিজে প্রসেনজিৎ খলনায়ক হয়ে আসছেন। ইতোমধ্যে ওই সিরিজের শুটিংও সেরে ফেলেছেন তিনি।

মুম্বাই থেকে ফিরে অভিনেতা ব্যস্ত হয়ে পড়বেন রাহুল মুখোপাধ্যায়ের ‘আগামী’ সিনেমার কাজে। চলতি মাসের শেষের দিকে এই সিনেমার শুটিং শুরু হবে। তাতে প্রসেনজিৎ ছাড়াও থাকছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়।

আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী চৌধুরাণী’। ভারত-যুক্তরাজ্য সরকারের যৌথ প্রযোজনার এ সিনেমায় ভবানী পাঠক হয়েছেন প্রসেনজিৎ। মূল চরিত্র ‘দেবী চৌধুরাণী’র ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

বাংলা হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘দেবী চৌধুরাণী’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + twelve =