১৪ বছর পর প্রিয়দর্শনের সিনেমায় অক্ষয় কুমার

‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মাসালা’—প্রিয়দর্শনের পরিচালনায় একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়েছেন অক্ষয়। তবে সেদিন আর নেই। কয়েক বছর ধরে বেশ দুঃসময় যাচ্ছে অক্ষয়ের। একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে তাঁর। এই হিটের খরা কাটিয়ে অক্ষয় কি আবার ফিরতে পারবেন তাঁর চেনা সাম্রাজ্যে? এ প্রশ্ন সবার। গতকাল অক্ষয় নতুন যে ঘোষণাটা দিলেন, তাতে খানিকটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। ১৪ বছর পর আবারও প্রিয়দর্শনের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

গতকাল ৯ সেপ্টেম্বর ৫৭ বছর বয়সে পা রেখেছেন ‘খিলাড়ি’খ্যাত অক্ষয়। তাঁর জন্মদিন উপলক্ষে দেওয়া হলো ‘ভূত বাংলা’ সিনেমার ঘোষণা। ভুল ভুলাইয়ার পর দর্শক টানতে আবারও সেই হরর-কমেডি ঘরানাকেই বেছে নিয়েছেন প্রিয়দর্শন। গতকাল প্রকাশ পাওয়া মোশন পোস্টারে দেখা গেল অক্ষয়ের রহস্যময় চরিত্রের ঝলক। হাতে দুধের বাটি, ঘাড়ে কালো বিড়াল।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ বছরের শেষের দিকে অক্ষয়কে নিয়ে ভূত বাংলার শুটিং শুরু করবেন প্রিয়দর্শন। বেশির ভাগ শুটিং হবে ভারতের কেরালা, গুজরাট ও শ্রীলঙ্কায়। এতে অক্ষয়ের বিপরীতে আলিয়া ভাট কিংবা কিয়ারা আদভানি থাকতে পারেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক বা কালাজাদুকে ঘিরেই আবর্তিত হবে ভূত বাংলার গল্প। এ কারণে সিনেমাটি নিয়ে আশা দেখছেন সবাই।

কারণ, বলিউডে হরর সিনেমা বরাবরই ভালো ব্যবসা করে। সর্বশেষ রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ভৌতিক সিনেমা ‘স্ত্রী ২’ ২৫ দিনে বিশ্বব্যাপী ৭৫৯ কোটি রুপি ব্যবসা করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × two =