২০২৫ সালে বলিউড হারাল যেসব তারকাদের

২০২৫ সাল ছিল ভারতীয় সিনেমার জন্য গভীর শোকের একটি বছর। বলিউডসহ বিনোদনজগত হারিয়েছে বেশ কয়েকজন কিংবদন্তি তারকা। এই তারকারা ইন্ড্রাস্টিতে এমন অবদান রেখে গেছেন যা তাদেরকে প্রজন্মতর প্রজন্মে অমর করে রাখবে। বার্তা২৪.কম

ধর্মেন্দ্র

নভেম্বরের শুরুর দিকে ধর্মেন্দ্র বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন।পরে বাড়িতেই শেষ সময় কাটান তিনি। অবশেষে ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে অনন্ত যাত্রায় পাড়ি জমান কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র। একই দিন তার শেষকৃত্য সম্পন্ন হয় শ্রী ভিলে পারলে সেবা সমাজ শ্মশানে।

উল্লেখ্য, ধর্মেন্দ্র তার দীর্ঘ অভিনয়জীবনে ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করে ইন্ড্রাস্টির শীর্ষ ব্যক্তির একজন হয়ে ওঠেন। ১৯৬০’র দশক থেকে শুরু করে ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি ‘বলিউডের হি-ম্যান’ হিসেবে পরিচিতি লাভ করেন এবং ‘শোলে’, ‘চুপকে চুপকে’র মতো অসংখ্য ব্লকবাস্টার ও হিট ছবিতে কাজ করে বলিউডে সিনেমার মানকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।

গোবর্ধন আসরানি

পাঁচ দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে গোবর্ধন আসরানি অভিনয় করেছেন প্রায় ৩৫০টির বেশি ছবিতে। ১৯৭৫ সালের ক্লাসিক ‘শোলে’ ছবিতে জেলারের চরিত্রে তার অভিনয় আজও দর্শকের মনে অমলিন। দীর্ঘদিনের অসুস্থা ও ফুসফুসে পানি জমায় জটিলতার কারণে ২০ অক্টোবর না ফেরার দেশে চলে যান গোবর্ধন আসরানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সতীশ শাহ

সতীশ শাহ বিনোদন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। যিনি হাস্যরস অভিনয় দিয়ে পুরো বিনোদন জগত মাতিয়েছিল। যান। তিনি দীর্ঘদিন কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং ২০২৫ সালের শুরুর দিকে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন। এরপর হঠাৎ হৃৎরোগে আক্রান্ত হয়ে ২৫ অক্টোবর, ৭৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সারাভাই ভার্সেস সারাভাই’র ইন্দ্রভার্দন সারাভাই চরিত্র, এবং ‘জানে ভি দো ইয়ারো’ (১৯৮৩), ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ (১৯৮৪), ‘ম্যায় হু না’, ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’, ‘হাম সাথ সাথ হ্যায়’র মতো জনপ্রিয় সিনেমা ও টিভি শো-তে কমেডিয়ান ও চরিত্রাভিনেতা হিসেবে তার পারফরম্যান্স আজ ও দর্শকদের মনে গেথেঁ আছে।

সুলক্ষণা পণ্ডিত

সত্তর দশকের গায়িকা ও অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত ৬ নভেম্বর চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। হঠাৎ শ্বাসকষ্টের পর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নেয়ার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ।

১৯৬৭ সালে ‘তকদির’ ছবিতে তার ‘সাত সমুন্দর পার সে’ গান ব্যাপক জনপ্রিয় হয়। হিন্দির পাশাপাশি, বাংলা, মারাঠি, ওডিশা, গুজরাটিসহ একাধিক ভাষায় গান গেয়েছেন সুলক্ষণা। ১৯৭৫ সালে ‘উলঝান’ ছবি দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এরপর ৩০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেন তিনি।

জুবিন গার্গ

আসামের জনপ্রিয় গায়ক ও সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের মৃত্যু ছিল একেবারেই আকস্মিক। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে সেন্ট জনস দ্বীপের কাছে সাঁতার কাটার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হলেও আইসিইউতেই তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২।

শেফালি জরিওয়ালা

‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়ে খ্যাতি অর্জনকারী শেফালি জরিওয়ালা মাত্র ৪২ বছর বয়সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। এ বছরের ২৭ জুন মারা যান তিনি। তার এই অকাল মৃত্যু পুরো বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মুকুল দেব

অভিনেতা মুকুল দেব মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার ভাই ও অভিনেতা রাহুল দেব জানান- একাকিত্ব, অবহেলা ও নিজের স্বাস্থ্যের প্রতি উদাসীনতা তার শারীরিক অবস্থা মারাত্মকভাবে খারাপ করে দেয়।

পঙ্কজ ধীর

১৯৮৮ সালের আইকনিক সিরিয়াল ‘মহাভারত’এ কর্ণের চরিত্রে অভিনয় করে যে জনপ্রিয়তা পান পঙ্কজ ধীর তা আজও দর্শকের মনে গেথেঁ আছে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি ১৫ অক্টোবর মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen + 14 =