২৪ লাখ রুপি জরিমানা কোহলির

দিল্লি, ২৫ এপ্রিল ২০২৩ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গেল রোববারের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলিকে। এছাড়া একাদশের অন্যান্যদেরও জরিমানা করা হয়েছে।

এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে কোহলি ও তার দলকে। আইপিএলের স্লো ওভার-রেটের নিয়মানুযায়ী  এই নিয়ে দ্বিতীয়বার অপরাধের কারনে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে কোহলিকে। একাদশের অন্যান্য খেলোয়াড় ও ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হবে, যেটি কম হবে।’

২০২১ সালে বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। গত মৌসুমে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিসের অধীনে প্লে-অফ থেকেই বিদায় নেয় ব্যাঙ্গালুরু। এই মৌসুমে ডু-প্লেসিসের নেতৃত্বে প্রথম পাঁচ ম্যাচে ২টি জয় পায় ব্যাঙ্গালুরু। ফিট না থাকায় শেষ দুই ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি ডু-প্লেসিস। কোহলির নেতৃত্বে শেষ দুই ম্যাচেই জয়ের স্বাদ পায়  ব্যাঙ্গালুরু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − 12 =