৪৬ কোটির সোনার গাউন পরলেন ঊর্বশী

আরব ফ্যাশন উইকে ৪৬ কোটি টাকার সোনার গাউন পরে সবাইকে চমকে দিয়েছেন বলিউড তারকা ঊর্বশী রাউতেলা। সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও নিজের ইনসটাগ্রামে শেয়ার করেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যে এই গাউনটির দাম ৪০ কোটি রূপিরও বেশি।

এনডিটিভির খবরে জানা যায়, এবারের আরব ফ্যাশন উইকে শো স্টপার হিসেবে হাজির ছিলেন বলিউডের এই এই ডিভা। এর আগেও আরব ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন ঊর্বশী। তবে এবার সোনা- হিরে-জহরত দিয়ে বানানো এই গাউন পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

ঊর্বশীর গাউনটি মহারানি ক্লিওপেট্রার পোশাক দ্বারা অনুপ্রাণিত। বিশেষ গাউনটির নামও চমকপ্রদ- ‘ক্লিওপেট্রা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড আউটফিট’। ডিজাইন করেছেন খ্যাতনামা ডিজাইনার ফার্নে ওয়ান আমানতো।

সারাবাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × three =