৬০ দিনের মধ্যে ই-কমার্স কোম্পানির নিবন্ধন নিতে হবে

ইভ্যালিসহ বিভিন্ন কোম্পানির শত শত কোটি টাকার প্রতারণা ও আত্মসাতের ঘটনার প্রেক্ষাপটে ই-কমার্স খাতের কোম্পানিগুলোকে দুই মাসের মধ্যে নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান। তিনি বলেন, “ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এবং এর সাথে যারা সম্পৃক্ত আছে, আগামী দুই মাসের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এ নিবন্ধন হবে।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “নিবন্ধন প্রক্রিয়ায় কোম্পানিগুলোকে বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট রাখতে হবে, যাতে কোন সমস্যা হলে সেই ডিপোজিট থেকে সমাধান করা যায় ।”

ই কমার্স খাতে অনিয়ম বন্ধ করতে বিএফআইউই (বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টিলিজেন্ট ইউনিট), ডিজিটাল মনিটরিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সচিব বলেন, “নিবন্ধনের বিষয়ে মন্ত্রিসভায় আলোচনায় ব্যপক প্রচারের কথা বলা হয়েছে,  নিবন্ধিত কোম্পানির বাইরে কেউ লেনদেন করলে সরকার দায়িত্ব নেবে না বলেও প্রচার চালানো হবে।”

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 4 =