৭ অক্টোবর মুক্তি পাচ্ছে পূজা চেরির ‘হৃদিতা’

কথাসাহিত্যিক আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন ইস্পাহানী আরিফ জাহান। সিনেমার নামও রেখেছেন ‘হৃদিতা’। আগামীকাল (৭ অক্টোবর) দেশের ২১টি হলে মুক্তি পাবে সিনেমাটি।

তিনি বলেন, বর্তমানে ‘দিন দ্যা ডে’, ‘পরাণ’, ‘হাওয়া’ সিনেমা দেখতে দর্শক যেভাবে প্রেক্ষাগৃহে যাচ্ছেন, আশা করছি আমাদের সিনেমা ‘হৃদিতা’ দেখতেও যাবেন। সিনেমাটিতে একটা রোমান্টিক গল্প আছে। অনেক বার্তা আছে। দর্শকের ভালো লাগবে।

নায়িকা পূজা বলেন, সিনেমায় আমি একজন শান্ত, ভদ্র, চুপচাপ একটা মেয়ে। যে কি না আপনমনে কথা বলে। সব মিলিয়ে দারুণ একটা চরিত্র। এবিএম সুমন বলেন, আনিসুল হকের গল্প সবসময় দারুণ। এ গল্পটাও অসাধারণ। দর্শকদের মনে ধাক্কা দেওয়ার মতো সিনেমা হবে আশা করি।

‘হৃদিতা’ সিনেমা ২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তার বিপরীতে একজন কবির ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। সিনেমার সংলাপও লিখেছেন আনিসুল হক। চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইস্পাহানী আরিফ জাহান।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 + six =