অনেকদিন পর সিনেমায় দেখা যাবে রাইসুল ইসলাম আসাদকে

গুণী অভিনেতা রাইসুল ইসলাম আসাদ এখন আর অভিনয়ে নিয়মিত নন। অনেকটা অবসর জীবনযাপন করছেন তিনি।খুব কম নাটক কিংবা সিনেমায় কাজ করতে দেখা যায় তাকে। দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা। আলোচিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করতে দেখা যাব রাইসুল ইসলাম আসাদকে। সিনেমাটি আগামী ৩ ডিসেম্বর এটি মুক্তি পাবে।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘অনেক আগেই সিনেমাটির শুটিং করেছিলাম। এতে আমার চরিত্রের দৈর্ঘ্য কম। তবে সিনেমাটির গল্পের পাশাপাশি নির্মাণশৈলীও ভালো হয়েছে। এখানে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। তাই দর্শকের ভালো লাগবে সিনেমাটি। ’

জানা গেছে, ‘মিশন এক্সট্রিম’ শুধু বাংলাদেশের প্রেক্ষাগৃহেই নয়, একযোগে সিনেমাটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে মুক্তি পাবে। পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরেফিন শুভ। আরও রয়েছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্তসহ অনেকে।

দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতেও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ। এছাড়া শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মওলানা আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে অভিনয় করছেন তিনি।

রাইসুল ইসলাম আসাদ সবশেষ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন ২০১৬ সালে। রুমান রুনি পরিচালিত ‘ফাইভ স্টার মেস’ নামের নাটকটি ৯ নভেম্বর থেকে আরটিভিতে প্রচার শুরু হয়েছে। যেখানে এ অভিনেতা একজন দায়িত্বশীল বাবার চরিত্রে অভিনয় করেছেন।

বাংলানিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 2 =