‘আনন্দলোক’ পুরস্কার পেলেন জয়া আহসান

১০ বছর বিরতির পর টলিউডে আবার চালু হলো ঐতিহ্যবাহী সিনে ম্যাগাজিন ‘আনন্দলোক’ পুরস্কার। এবারের ‘আনন্দলোক’ পুরস্কার পেলেন ঢাকার মেয়ে জয়া আহসান। অতনু ঘোষের ‘বিনি সুতোয়’ ছবিটিতে শ্রাবণী চরিত্রে অভিনয়ের জন্য  পেলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি।

পশ্চিমবঙ্গের আইটিসি রয়্যাল বেঙ্গল মিলনায়তনে ১৮ মে এ আয়োজন হয়। চলচ্চিত্র, টেলি সিরিয়াল, ওয়েব সিরিজের বিভিন্ন শাখায় দেয়া হয় এ পুরস্কার। জয়া আহসান পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ধন্যবাদ জানান নির্মাতা অতনু ঘোষকে।

জয়া আহসান বলেন, ‘‘শ্রেষ্ঠ অভিনেত্রীর আনন্দলোক পুরস্কার হাতে এলো। দীর্ঘ ১০ বছর পর আবার টলি পাড়ায় পুরস্কারের পসরা সাজালো আনন্দলোক। এই পুরস্কার অনেক দিক থেকে ভীষণ স্পেশাল আমার কাছে। অতনু ঘোষের ‘বিনি সুতোয়’ আসলে স্বপ্ন দেখতে শেখায়, ইচ্ছে মতোন বাঁচার সমীকরণ জানিয়ে যায়। শ্রাবণীর পরতে পরতে স্বপ্নের সেই বুনন। অতনু দা, এমনি করেই বার বার আলো করে রেখো আমাদের।’’

‘বিনি সুতোয়’ মুক্তি পায় গত বছর। এতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এই ছবির জন্যই চলতি বছর মার্চে জয়া আহসান তৃতীয়বারের মতো ঘরে তোলেন ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ড।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 2 =