মারজুকের সঙ্গে আলী হাসানের ‘নানা-নাতি’

‘ব্যবসার পরিস্থিতি’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পান র‍্যাপার আলী হাসান। সর্বশেষ কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ গানে তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। তবে মা লো মা গান প্রকাশের পর গান থেকে উপার্জনকে হারাম বলে খবরের শিরোনাম হন আলী হাসান। জানিয়েছিলেন শিগগির গানকে বিদায় জানাবেন তিনি। এমন বক্তব্যের পর সমালোচনার মুখে পড়েন আলী হাসান। সমালোচনার মাঝেই এবার ঈদ উপলক্ষে নতুন গান প্রকাশ পেয়েছে তাঁর। ‘নানা-নাতি’ শিরোনামের গানটিতে আলী হাসানের সঙ্গে গেয়েছেন গীতিকবি ও অভিনেতা মারজুক রাসেল।

মারজুকের সঙ্গে গাওয়ার পাশাপাশি এটি লিখেছেন আলী হাসান। মিউজিক করেছেন সচি শামস। ভিডিও বানিয়েছেন জাকারিয়া হাসান মুন্না। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির ভিডিওতে নানার বেশে মডেল হয়েছেন মারজুক রাসেল ও নাতির বেশে আলী হাসান।

নানা ও নাতির আবহমান বাংলার দুটি চরিত্রের কথোপকথনে উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানের সামাজিক প্রেক্ষাপট। যেখানে নানা তুলে ধরেছেন তাঁদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনমানের গল্প। আর নাতি তুলে ধরেছেন এই সময়ের চিত্র।

আরবিটি এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ পেয়েছে নানা-নাতি। প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে গানটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + 12 =