কঙ্গনা এবার ইনস্টাগ্রামের উপর রেগেছেন

কারণে-অকারণে সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন বলিউড কুইন কঙ্গনা রনৌত। এ বার তিনি রেগে গিয়েছেন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের উপর।

কঙ্গনা, ‘থালাইভি’ ছবির ট্রেলার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করতে পারেননি গত এক সপ্তাহ ধরে। ইনস্টাগ্রাম ভারতীয় শাখার পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটির মালিক তিনি নন, ইনস্টাগ্রাম। কারণ তার প্রোফাইলটি ভেরিফায়েড। তাই অন্য কোনও সংস্থার বাণিজ্যিক কনটেন্ট তাতে আপলোড করা যাবে না।

কঙ্গনা অভিনীত ‘থালাইভি’ ছবিটি সামনের শুক্রবারই সিনেমা হলে আসছে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী, জয়ললিতার জীবন ভিত্তিক ছবি। সুতরাং নায়িকাপ্রধান ছবি বলাই যায়। কঙ্গনার মতো ডাকাবুকো নায়িকা আর ক’জনই বা আছে বলিউডে? কথায়, কথায় একে-তাকে চ্যালেঞ্জ তার মতো আর কে-ই বা করতে পারে!

তিনি ইনস্টাগ্রামেই লিখেছেন, ‘আপনাদের ভারতীয় প্রতিনিধিরা আমায় জানাচ্ছেন যে এর জন্য তাদের  উপরওয়ালাদের সম্মতি লাগবে। এক সপ্তাহ হতে চলল, মনে হচ্ছে, আমি যেন কয়েকজন শ্বেতাঙ্গ বোকা মানুষের ক্রীতদাস। ভালো চান তো এই রকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি-মার্কা ব্যবহার বন্ধ করুন আপনারা’।

কঙ্গনা তার হ্যান্ডেলের নামেও ‘থালাইভি’ শব্দটি যোগ করতে পারছেন না। স্বাভাবিক, যে তিনি ইনস্টাগ্রামের প্রতি ধৈর্য হারাচ্ছেন।

এর আগে, বারে-বারে তার অ্যাকাউন্ট ব্লক করা হচ্ছিল বলে তিনি টুইটার অ্যাকাউন্টটি ডিলিট করে দেন। টুইটারকে বেশ গালমন্দও করেন কঙ্গনা। তিনি বলেন, টুইটার কর্তৃপক্ষ শ্বেতাঙ্গ বলেই একজন ভারতীয়র সঙ্গে এমন ব্যবহার করছে। কঙ্গনা আবারও সোশ্যাল মিডিয়ার উপর রেগেছেন। তার সুপ্ত দেশাত্মবোধ আবার জেগে উঠেছে। এ বারও প্রায় একই ভাষায় তিনি আক্রমণ করলেন ইনস্টাগ্রামকে।

এখন প্রশ্ন হল, ধৈর্য হারিয়ে কঙ্গনা টুইটার ছেড়েছেন। এ বার কি ইনস্টাগ্রামের প্রতিও অভিমান করে এই সোশ্যাল মিডিয়া সাইটটি ছেড়ে চলে যাবেন? তা হলে তার জনসংযোগের কী হবে? সময়ই এর উত্তর দেবে।

এই সময়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × one =