করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সঙ্গীতা ইমাম

করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন এ তথ্য জানিয়েছেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও নৃত্যশিল্পী লায়লা হাসানের মেয়ে সঙ্গীতা ইমাম ঢাকার ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন।

তপন রবিবার দুপুরে বলেন, সঙ্গীতা ইমামের শারীরিক অবস্থার আপডেট হলো— এখন কাশি আছে, সামান্য জ্বর আছে। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। এখন আগের চেয়ে আরাম বোধ করছেন।

উদীচী সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর করোনা রেজাল্ট পজিটিভ আসে সঙ্গীতা ইমামের। পরে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + twelve =