ওমিক্রনের দাপটের মধ্যে দেশে এক দিনে আরও নয় হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ৩০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে নয় হাজার ৫২ জন নতুন রোগী শনাক্ত হয়। এই সংখ্যা গত ২২ জানুয়ারি পর সর্বনিম্ন। ওইদিন নয় হাজার ৬১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
২৩ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৯০৬ জনে দাঁড়ায়। এরপর ২৬ জানুয়ারি তা ১৬ হাজার ৩৩ জনে পৌঁছায়, যা করোনাভাইরাস মহামারীর দুই বছরে দ্বিতীয় সর্বোচ্চ।
শুক্রবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে হয়েছে ২২ দশমিক ৯৫ শতাংশে। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫৮ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ছয় হাজার ৯৮৪ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৫২শতাংশের বেশি।
বিডিনিউজ