করোনা শনাক্ত হার কমে ১ দশমিক ৭৪ শতাংশ

দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগী এবং মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা বাড়লেও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আরও কমে এসেছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার নমুনা পরীক্ষা করে ৩১৪ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়াচ্ছে ১ দশমিক ৭৪ শতাংশ।

আগের দিন শনিবার সাড়ে ১৫ হাজার নমুনা পরীক্ষা হয়েছিল, শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৮ শতাংশ। গতবছরের এপ্রিলের পর শনিবারই প্রথম শনাক্তের হার ২ শতাংশের নিচে নেমে আসে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে কোভিডে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২০৮ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। আর যে ৯ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৭ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × three =