টি-টেন লিগে সুযোগ পেলেন জুনায়েদ

টি-টেন লিগের পঞ্চম আসরে দল পেয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। তার আগে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। জুনায়েদকে দলে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। তারা  আবুধাবি টি-টেন লিগের বর্তমান চ্যাম্পিয়ন।

জুনায়েদ সিদ্দিকীকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। দলটি বিবৃতিতে জানিয়েছে, ‘পঞ্চম আসরে বাঁহাতি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকীকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। চ্যাম্পিয়নরা ফিরে এসেছে।’

যদিও জুনায়েদ নিজেই সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত নন! এক প্রশ্নের জবাবে তিনি  বলেছেন, ‘আমি এখনো নিশ্চিত নই। তবে ওদের অফিসিয়াল পেজ থেকে যেহেতু জানানো হয়েছে, তাহলে হয়তো সুযোগ পেয়েছি। আমি আমার এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে বিষয়টি পরিষ্কারভাবে জানার অপেক্ষায় আছি।’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে জুনায়েদ। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১২ সালে খেলেছেন। তার আগে দেশের জার্সিতে ১৯ টেস্ট, ৫৪ ওয়ানডে এবং ৭ টি-টোয়েন্টি খেলেছেন। জাতীয় দলের জার্সিতে না খেললেও ঘরোয় ক্রিকেটে এখনো দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন তিনি।

বিশ্বব্যাপী টি-টেন ক্রিকেটকে জনপ্রিয় করে তুলেছে আবুধাবি টি-টেন লিগ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই মাঠে গড়াবে এবারের আসর। আবুধাবিতে আগামী ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × two =