টেস্ট থেকে অবসর নিলেন মঈন আলী

গুঞ্জনটা আগেই ছড়িয়ে পড়েছিল। এবার সেই গুঞ্জনটাই সত্যি হলো। হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে না বলে দিয়েছেন মঈন আলী। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাবেন ইংল্যান্ডের এ তারকা অলরাউন্ডার।

২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়ার পর ৩৪ বছরের মঈন ৬৪ টেস্ট খেলে ২ হাজার ৯১৪ রানের সঙ্গে শিকার করেছেন ১৯৫ উইকেট।

ঘরের মাঠে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী মঈন রয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের প্রাথমিক দলে।

টেস্ট না খেললেও সাদা বলের ক্রিকেটে খেলে যাবেন ঠিকই। এ নিয়ে মঈন বলেন, ‘আমি যতদিন পারি ততদিন খেলে যেতে চাই। আমি শুধু আমার ক্রিকেট খেলাটা উপভোগ করতে চাই।’

টেস্ট নিয়ে মঈন বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট উপভোগ করেছি। কিন্তু মাঝে মাঝে সেই তীব্রতা অনেক বেশি হতে পারে এবং আমি মনে করি আমি এটা যথেষ্ট খেলেছি। যেটুকু অর্জন করেছি তাতে আমি খুশি এবং সন্তুষ্ট।’

মঈন আরও বলেন, টেস্ট ক্রিকেট ‘অন্য যেকোনো সংস্করণের চেয়ে অনেক ভালো। এবং ‘আরও বেশি ফলপ্রসূ’।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 + three =