ড. ইউনুসের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধির সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা

চেঞ্জ ইনিশিয়েটিভ প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত আত্মত্যাগে বলীয়ান অন্তর্বর্তী সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানায় ও সাফল্য কামনা করে।

বাংলাদেশে দীর্ঘ দেড়-দশক যাবৎ চলমান স্বৈরশাসন অবসানের পর অসংখ্য তরুণ প্রাণের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার পর জাতির প্রত্যাশা অনেক। আমাদের বিশ্বাস, এ সরকার সকলকে সাথে নিয়ে, সাম্য ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি সমৃদ্ধ সমাজ গঠনে অসামান্য অবদান রাখবেন।

আসুন, আমরা সকলে মিলে প্রাকৃতিক অধিকারের কথা, কর্মের স্বাধীনতা ও প্রকৃতির সুরক্ষা এমনভাবে পুনঃপ্রতিষ্ঠিত করি যেন তা দক্ষিণ এশিয়ায় প্রাণ ও প্রকৃতি বান্ধব সমাজ প্রতিষ্ঠায় অনন্য উদাহরণ হয়ে থাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − 8 =