ঢাকা থেকে দুবাই-শারজাহর ৯ ফ্লাইট বাতিল

প্রচণ্ড ঝড়বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে ঢাকা থেকে ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার এসব ফ্লাইট বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনের পাঁচটি, এমিরেটস এয়ারলাইন্সের দুটি ও ফ্লাই দুবাইয়ের দুটি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব ফ্লাইট ঢাকা থেকে দুবাই ও শারজাহতে ছেড়ে যাওয়ার কথা ছিলো।

আকস্মিক প্রবল বজ্রঝড় ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের প্রধান শহর দুবাইসহ বিভিন্ন এলাকা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মরুভূমির শহর দুবাইয়ের প্রধান বিমানবন্দর ও মহাসড়কগুলো প্লাবিত হয়েছে।

দুবাইয়ে রেকর্ড করা হয়েছে ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। প্রবল দুর্যোগের জলমগ্ন হয়ে পড়ায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্ধশতাধিক ফ্লাইট বাতিল ও বুধবার রাত পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − 3 =