তিন দিনে এক মঞ্চে ৩০ ব্যান্ড

নানা রকম বিনোদনের উপকরণ ও কার্যক্রম নিয়ে আগামী ১৩-১৫ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল ৩ ও হল ৪-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’। এটি আয়োজন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ কোম্পানি মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। তাদের দাবি, এটি একটি বিশ্বব্যাপী উৎসাহমূলক অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট কমিউনিটিতে একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরির ধারণা থেকেই এই আয়োজন।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, ঢাকা সামার কনের এক মঞ্চেই পারফর্ম করবে ৩০টি ব্যান্ড। তিন দিনব্যাপী এই কনসার্টে প্রথম দিন পারফর্ম করবে আটটি ব্যান্ড। এগুলো হলো, ‘ওল্ড ঢাকা ডায়েরিস’, ‘ফিরোজ জং’, ‘ইন্দালো’, ‘বাংলা ফাইভ’, ‘লেভেল ফাইভ’, ‘ওউনড’, ‘অড সিগনেচার’, ‘ড্যাডস ইন দ্য পার্ক’। এ ছাড়া পরিবেশনায় থাকছে হাতিরপুল সেশনস, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভ।

দ্বিতীয় দিন পারফর্ম করবে ‘মেসিয়ানিক এরা’, ‘নেইভ’, ‘এনকোর’, ‘সাবকনশাস’ ‘আফটারম্যাথ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাশেজ’, ‘ব্রহ্মপুত্র’, ‘ক্রিপটিক ফেইট’ ও ‘আর্টসেল’। এ ছাড়া এ দিন কে-পপ পরিবেশনা ও র‍্যাপ ব্যাটেলও থাকবে।

শেষ দিনের পরিবেশনায় থাকছে ‘আপেক্ষিক’, ‘মেকানিক্স’, ‘কার্নিভাল’, ‘ব্ল্যাক’, ‘আরবোভাইরাস’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘ওয়ারফেইজ’। পাশাপাশি পারফর্ম করবেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত।

গান পরিবেশনার পাশাপাশি কসপ্লে প্রতিযোগিতা, কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন, প্যানেল আলোচনার আয়োজন থাকবে।

সম্প্রতি মুক্তি পেয়েছে সামার কন এর অফিশিয়াল থিম সং ‘এস্কেপ’। থিম সংটি নির্মাণে হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন শিল্পী শিশির আহমেদ, রায়েফ আল হাসান রাফা এবং ব্ল্যাক জ্যাং। গানটির মিউজিক ভিডিও ‘ঢাকা সামার কন’ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে।

ঢাকা সামার কনের টিকিট সংগ্রহ করতে হবে getsetrock.com/buy-ticket/dhaka-summer-con-2023 ওয়েবসাইট থেকে। প্রতিদিন মোট ৪ ধরনের টিকিটের ব্যবস্থা থাকবে। সামার কন এন্ট্রি- ৪০০ টাকা, সামার কন কনসার্ট- ৫৫০ টাকা, সামার কন এন্ট্রি ও কনসার্ট- ৮০০ টাকা, সামার কন এন্ট্রি কম্বো- ১০০০ টাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + 3 =