তুমি বড় হয়ে গেলেও সুন্দর স্মৃতিগুলি আমাকে ঘিরে থাকবে: ঋতুপর্ণা

ছেলে তখন অনেক ছোট। একরত্তিকে সযত্নে আগলে রাখতেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তার সঙ্গে খেলতেন। আদরে ভরিয়ে দিতেন তাকে। রবিবার দুপুরে সেই দিনগুলোই যেন চোখের সামনে ভাসছে তাঁর। আরও একটা বছর ঘুরল। ছেলে অঙ্কন চক্রবর্তীর জন্মদিন এল। এই বিশেষ দিনে ছেলের প্রতি আবেগ, ভালবাসার কথা ইনস্টাগ্রামে তুলে ধরলেন ঋতুপর্ণা।

ছেলের জন্মদিন উপলক্ষে ছেলের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ঋতুপর্ণা। প্রত্যেকটি ছবিতেই ধরে রাখা আছে অঙ্কনের শৈশবের মুহূর্ত। ছবিগুলির সঙ্গেই ছেলের উদ্দেশে ঋতুপর্ণা লিখেছেন, ‘শুভ জন্মদিন। আমি এখনও তোমার শৈশবের সুন্দর দিনগুলিকে ভুলতে পারিনি। আমেরিকায় তোমার জন্মের পর তোমাকে ক্যামিসোল পরিয়ে রাখতাম। সেই অমল দিনগুলির স্মৃতি আজও মনে আছে।’

ছেলের শৈশবের দিনগুলি এখন সুদূর অতীত হলেও, ঋতুপর্ণার মনে এখনও তা স্পষ্ট। সে কথাই আরও এক বার জানিয়ে তিনি লিখেছেন, ‘এখন তুমি বড় হয়ে গিয়েছ। কিন্তু সেই সুন্দর স্মৃতিগুলো আমাকে এখনও ঘিরে রেখেছে। তোমার জীবন সুন্দর হোক। ভাল মানুষ হও। ইতি তোমার মা।’

ঋতুপর্ণার এই পোস্টে তার অনুরাগীরাও অঙ্কনকে শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 1 =