দিনে করোনা শনাক্ত ছয়শ’র নিচে

দেশে দিনে শনাক্ত করোনাভাইরাসের রোগীর সংখ্যা ছয়শর নিচে নেমেছে, যা গত সাড়ে ৪ মাসে সর্বনিম্ন। শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ৫৮৯ জন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭। দিনে এর চেয়ে কম রোগী সর্বশেষ শনাক্ত হয়েছিল গত ১৬ মে, সেদিন ৩৬৩ রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৪ জন। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৫৫৫। এই সময়ে সেরে উঠেছে ৭৪১ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন। এই হিসাবে দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা মাত্র ১২ হাজার ১৫০। অর্থাৎ দেশে এখন এই সংখ্যক মানুষ করোনাভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছে।

গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছি ১৭ হাজার ২৮৩টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ। টানা দুই সপ্তাহ দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে ধরে নেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + 8 =