দীর্ঘ বিরতির পর একসঙ্গে শাহরুখ-কাজল

‘বাজিগার’ দিয়ে শুরু, তারপর ‘করণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’ এবং ‘দিলওয়ালে’। জুটি বেঁধে বক্স অফিসকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ-কাজল জুটি।

 

পর্দায় শাহরুখ-কাজলের রোমান্স দেখে মুগ্ধ হন দর্শক। দীর্ঘদিন ধরে পর্দায় এই জুটির দেখা নেই। সবশেষ ২০১৫ সালে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে দেখা মিলেছিলো তাদের।

 

চমকপ্রদ তথ্য হলো- ৭ বছর পর ফের রূপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও কাজলকে। এই তারকা জুটির ঘনিষ্ঠ বন্ধু নির্মাতা করণ জোহরের আসন্ন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে তাদের।

 

 

শিগগিরই মুম্বাইয়ে ছবির শুটিংও করবেন বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে করণের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রচণ্ড ব্যস্ত শিডিউলের ফাঁকে একদিন সময় বের করে এই ছবির শুটিং সারবেন শাহরুখ। তবে এসআরকে-কাজল কোনও বিশেষ গান বা কোনও বিশেষ দৃশ্যে হাজির হবেন কিনা তা এখনও জানা যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − two =