দুর্ঘটনার সুশান্তর পরিবারের ৬ জন মারা গেলেন

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা ১৫ নাগাদ  একটি টাটা সুমো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। এই সুমো গাড়িতেই ছিলেন সুশান্ত সিং রাজপুতের আত্মীয়রা। জানা গিয়েছে, পরিবারের ৫ সদস্য ছাড়াও দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ি চালকের। আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি । এদিন পরিবারের এক সদস্যের শেষকৃত্যে অংশ নিতেই পাটনা গিয়েছিলেন তারা। ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বিহারের লখিসরাই জেলায় ।

সুশান্ত সিং রাজপুতের  মৃত্যুর শোক এখনও সামলে উঠতে পারেননি অভিনেতার পরিবারের লোকজন। তারই মধ্য আবার পরিবারে এলো মৃত্যুর খবর। মঙ্গলবার ভয়ানক এক গাড়ি দুর্ঘটনায় সুশান্ত সিং রাজপুতের ৫ আত্মীয় মারা গিয়েছেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের ভগ্নীপতি লালজিৎ সিংয়েরও। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে সুশান্তের দুই ভাগ্নেরও।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরবেলায় বেশিরভাগ গাড়িই দ্রুত গতিতে চলে। তার উপর ঘনকুয়াশা থাকার কারণে গাড়ি প্রায় দেখাই যায় না। পুলিশের অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনায় মৃতের তালিকায় নাম রয়েছে, রামচন্দ্র সিং, বেবি দেবী, অনিতা দেবী, প্রীতম কুমারের। চিকিৎসা চলছে আহতদের।

সংবাদ প্রতিদিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 1 =