নতুন ফটোশুটে রুনা খানের চমক

নতুন ফটোশুটে অংশ নিয়েছেন রুনা খান। সেখানে মেরুন রঙের নতুন ধরনের পোশাকে দেখা যায় আলোচিত এই অভিনেত্রীকে। যেন রীতিমতো চোখ ধাঁধানো, চমকে দেওয়া লুক। নেটিজেনরা রুনার এই লুক দেখে বেশ আশর্য হয়েছেন। সে কথা জানা যাচ্ছে মন্তব্য থেকে। রুনা খান এই নতুন এই লুক নিয়ে লিখেছেন, পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না। কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন।

রুনা খান প্রতিনিয়ত চমকে দেন। হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেন। বছরখানেক আগে ৩৯ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী রুনা খান। এরপর সম্প্রতি মেকআপ ছাড়া ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা ছড়িয়ে দিলেন। কিন্তু সেই আলোচনাকে ছাপিয়ে গেল তার নতুন পরিচ্ছদের লুক।

টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ‘ছিটকিনি’ ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × four =